>>>>>>>>>>> Click Here <<<<<<<<<<

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
প্রিয় চাকরিপ্রার্থীগণ, প্রাথমিকে ১ম ও ২য় ধাপের সহকারী শিক্ষক উভয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি, ২০২৬ তারিখে। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ম ও ২য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছিলেন সেই নম্বরে টেলিটক নম্বর (০১৫৫২-১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউওলোডের ক্ষুদেবার্তা পাঠানো হবে।
প্রার্থীরা https://admit.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে Username এবং Password দিয়ে অথবা, এসএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের রঙ্গিন প্রিন্টার কপি এবং নিজের জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। প্রবেশপত্রেই পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে।উল্লেখ্য যে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের নিজ জেলাগুলোতে আহামী ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
>>>>>>>>>>> Click Here <<<<<<<<<<
Title:
প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
Description:
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র এখন ডাউনলোড করা যাচ্ছে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তাদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। পোস্টের কমেন্টে প্রবেশপত্র ডাউনলোডের লিংক দেওয়া আছে। নির্ধারিত সময়ের আগে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
Tags:
প্রাইমারি শিক্ষক, সহকারী শিক্ষক পরীক্ষা, প্রাইমারি অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র ডাউনলোড, প্রাইমারি নিয়োগ, শিক্ষক নিয়োগ পরীক্ষা, প্রাইমারি শিক্ষা, সরকারি চাকরি, শিক্ষক চাকরি, প্রাইমারি পরীক্ষা ২০২৫
https://www.dpe.gov.bd/site/page/a7655561-9f1d-4cdc-86c2-d69cef0e0b98
শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন/এডমিট কার্ড ডাউনলোড/এপ্লিকেশন ফর্ম ডাউনলোড
শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন/এডমিট কার্ড ডাউনলোড/এপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে নিম্নের লিঙ্কে ক্লিক করুন।

কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
লিখিত পরীক্ষার তারিখ ও সময়ঃ
- পরীক্ষার তারিখ: ২ জানুয়ারি (শুক্রবার)
- সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত
- স্থান: প্রার্থীর নিজ জেলার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে শূন্য পদ রয়েছে ১৪,৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০,৮০,০৮০ জন প্রার্থী। অর্থাৎ, প্রতি পদের বিপরীতে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতা করবেন।
প্রবেশপত্র (DPE Admit Card) ডাউনলোডের সময় ও নিয়মঃ
- প্রবেশপত্র ডাউনলোড শুরু: ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে
- ডাউনলোডের ওয়েবসাইট: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইট: https://admit.dpe.gov.bd/
কীভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন?
প্রার্থীরা নিম্নের যে কোনো একটি উপায়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন—

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদকঢাকা
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮: ১৪
প্রাথমিকে শিক্ষক নিয়োগ পাবেন ১৪ হাজার ৩৮৫ জন, প্রবেশপত্র ডাউনলোড করবেন যেভাবে
ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ–সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে। প্রার্থীরা আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে শূন্য পদ ১৪ হাজার ৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। প্রতি পদের বিপরীতে ৭৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেবেন।
আরও পড়ুন
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রবেশপত্র মিলবে আজ, নতুন যেসব নির্দেশনা
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রবেশপত্র মিলবে আজ, নতুন যেসব নির্দেশনা
প্রবেশপত্র ডাউনলোড যেভাবে—
প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে লগইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চাইলে প্রথমে DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD ক্লিক করতে হবে। এ ছাড়া যদি এসএসসির রোল/বোর্ড/বছর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/ YEAR এই অপশনটিতে ক্লিক করতে হবে।
পরে এ পেজে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করলেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
২৪ ডিসেম্বর ২০২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়। এরপরই গতকাল শুক্রবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস বা এ-জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া অসাধু ব্যক্তির যেকোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours